Tomader Rani serial star jalsha

তোমাদের রানী সিরিয়ালে পরের পর্ব দেখতে পাবেন যে, মেজদিভাই রানের মেয়েকে ঘুম পাড়িয়ে দেয় এরপর রানী মুখ গোমড়া করে ঘরে ঢোকে এবং মেজদি ভাই তাকে বলে যে এত তাড়াহুড়া করলে কিছু হবে না একটু স্থির হও এবং নিজের বাচ্চার একটু খেয়াল রাখো এরপর রানী চিন্তা করতে থাকে যে কে তাকে এত বাধা দিচ্ছে এরপর মেজদি ভাই ঘর থেকে চলে যায়। এরপর দেখা যাবে যে রানী এবং রানী শাশুড়ি মা দুজনে মিলে তার মেয়েকে স্নান করায় এবং রানী শাশুড়ি মা তাকে বলে দেয় যে কিভাবে বাচ্চাদের স্নান করাতে হয় এরপর রানী তোর শাশুড়ি মাকে বলে যে তার সন্তান কে আজকের দিনটা একটু সামলে নিতে কারণ রানী কলেজের একটি মিটিং এ যাবে যে সে পরীক্ষার সময় কোন টুকলি করেনি এবং তার শাড়ির ভাজে যে টুকলি গুলো ছিল সেটা অন্যকেও ষড়যন্ত্র করে এই কান্ডগুলো ঘটিয়েছে এটি প্রমাণ করতে এরপর রানি ঘরে চলে যায় এবং তার ব্যাগ পত্র গুছিয়ে নেয় এরপর দুর্জয় বলে যে সে তাকে কলেজে পৌঁছে দেবে। এরপর দুর্জয় রানীকে বলে যে তার মাঝে মাঝে ভয় লাগে যে এই ক্যারিয়ার নিয়ে তারা কোনদিন আলাদা হয়ে যাবে না তো?? এরপর রানীও দুর্যয়ের কথা শুনে কিছুটা চিন্তিত হয়ে যায়। এর পরে দেখা যাবে যে তাদের বাড়িতে অনেক হিজড়েরা আসে এবং তাদের বাচ্চাকে দেখতে চাই এবং তাকে আশীর্বাদ করতে চাই। এরপর বাড়ির সবাই খুব খুশি হয় তাদেরকে দেখে এবং রানীকে বলে যে তার বাচ্চাকে নিয়ে আসতে। এইসব দেখে বড়বৌদির সহ্য হয় না এবং হিজরা কত নেবে সেটা নিয়ে সবাই আলোচনা করতে থাকে এরপর মাঝখান থেকে রানী শাশুড়ি বলে যে তাদেরকে ১০ হাজার টাকা দিয়ে দিতে এরপর বাড়ির সবাই একটু হক চকিয়ে যায়। এরপর রানের বাচ্চাকে নিয়ে তারা নাচায় এবং তাকে মন ভরে আশীর্বাদ দেয়। এরপর রানি কলেজে চলে যাই মিটিং এর জন্য সেখানে রানী বলে যে সে এগুলো ইচ্ছা করে করেনি। এটা ইচ্ছা করে কেউ তাকে ফাঁসাবে বলে করেছে এবং অনেক রিকুয়েস্ট করার পর তারা রানীকে একটা চান্স দেয় ।এরপর রানীকে প্রধান শিক্ষক বলে যে তাকে একটা চিঠি জমা দিতে হবে তার ভুলের জন্য এবং রানী সেটা মানতে নারাজ হয় এবং সে বলে যে এর পিছনে যে আছে তাকে প্রধান পরীক্ষার্থীদের সামনে নিয়ে আসবেই এর জন্য সে টাইম চেয়ে নেয়।

আজকে এই পর্যন্তই ভালো লাগলে কমেন্ট করবেন আর কেমন লাগলো সেটিও বলবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *