Tomader rani serial tomorrow episod

তোমাদের রানী সিরিয়ালে পরের পর্ব দেখতে পাবেন যে, রুমেলা দিকে ভয় দেখানোর জন্য রানী তার ঘরে এসে ভূত ভূত সেজে তাকে ভয় দেখানোর চেষ্টা করে এরপর রুবেলের দিকে খুব ভয় পেয়ে যায় এবং সে ঘর থেকে দৌড়ে চলে আসে এরপর অন্ধকারের মধ্যে এসে চিৎকার করতে থাকে এবং সে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়। এরপর বাড়ির সবাই তার চিৎকার শুনে চলে আসে হল ঘরে এরপর প্রথমে বড় বৌদি তাকে মাটিতে শুয়ে থাকতে দেখে এবং পরে বাড়ির সবাই এসে দেখে যে সে অজ্ঞান হয়ে পড়ে আছে। এরপর দুর্জয় কে দেখতে বলে যে তার কি হল?? এর উত্তরে দুর্জয় বলে যে সে খুব ভয় পেয়ে গেছে এবং বাড়ির সবাই বলে যে সেখান থেকে তুলে সোফায় শুয়ে যেতে এরপর জ্ঞান ফিরলে সে বলে যে তার ঘরে ভূত আছে এবং সে সেই ঘরে আর যাবে না এবং সে আর এই বাড়িতে কাজ করতে চায় না। এরপর বড় বৌদি সন্দেহ করে রানীর উপর এবং সে ছোট মা কে বলে যে এগুলো সবই সাজানো মনে হচ্ছে এবং বড় বৌদি রানীকে দোষ দেওয়ার চেষ্টা করে এরপর দুর্জয় খুব রেগে যায় বরবৌদির ওপর এবং দুর্জয় বলে যে সবসময়ই বড় বৌদি তার দিকেই কেন দোষারোপ করে সব ব্যাপারে। আগামী পর্বে দেখতে পাবেন যে, রানী তার শাশুড়ি মাকে বলে যে সে নিজেই তার বাচ্চার দায়িত্ব নিতে পারবে এরপর তার শাশুড়ি মা তাকে বলে যে যদি বাচ্চার কোন অসুবিধা হয় তারপর কিন্তু সে তার আর কোন কথা শুনবে না।

এরকম আরো সিরিয়াল আপডেট দেখার জন্য  লাইক এবং ফলো করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *