Tomader rani serial next episod

তোমাদের রানী সিরিয়ালে পরের পর্ব দেখতে পাবেন যে, আনিসার হসপিটালের কয়েকজন স্টাফ দুর্জয়কে একটি বড় এমাউন্টের বিল তার হাতে ধরিয়ে দেয় এবং তাকে বলে যে এই বিলটি না দিলে রানীকে এবং তার বাচ্চাকে ছাড়া যাবে না। এরপর দুর্যয় হতচকিত হয়ে যায় এবং সে সেই তাপেদের ওপর রেগে যায় এবং বলে যে সেও এখানে কাজ করতো, কিছু মাস আগে এবং এতগুলো বিল সে একসাথে মেটাতে পারবে না। এরপর দুর্জয় কে পাশে ডেকে এনে তার ভাইয়েরা বলে যে তাদের কাছে যা আছে তাতে হয়ে যাবে কিন্তু আজকের মধ্যে সেটা সম্ভব না। সেই সময়ই অনিশা আসে এবং তার স্টাফের ওপর খুব রেগে যায় এরপর তাদের হয়ে দুর্যোগের কাছে ক্ষমা চেয়ে নেয় এরপর দুর্জয় বলে যে সেই টাকাটা মিটিয়ে দিতে পারবে কিন্তু একটু টাইম লাগবে। এরপর অনিসা বলে যে তাকে টাকা পয়সা দিতে হবে না এবং দুর্জয় তাকে খুব ধন্যবাদ দেয়। এরপর দুর্জয় চলে যাওয়ার পর অনিসার কাছে এসে তার স্টাফেরা জিজ্ঞাসা করে কেমন লাগলো নাটকটা এরপর অনিশা বলে যে খুব ভালো হয়েছে। অন্যদিকে দেখা যায় রানী শাশুড়ি মা রানী বাচ্চাকে তার কাছে দিতে চায় না এরপর রানী মেয়ে খুব কাঁদতে থাকে এরপর ডাক্তার আনটি বলে মার কাছে তার সন্তানকে দিলে সে চুপ করে যাবে এরপর রানীর কাছে যাওয়ার পরই তার মেয়ে চুপ হয়ে যায়। অন্যদিকে বাড়ির লোকেরাও খুব আনন্দিত হয় তারা আসবে বলে। এরপর দেখা যায় বাড়িতে আসার পরই রানী শাশুড়ি মা রানীকে বলে যে আজ থেকে তাকে তার বাচ্চার কোনো দায়িত্ব সামলাতে দেয়া যাবে না সে নিজেই দুর্জয়ের বাচ্চার দায়িত্ব পালন করবে। এতে রানিরও কিছুটা মন খারাপ হয়ে যায় এবং রানীও অবাক হয়ে যায়।

 আজকে এই পর্যন্তই ভালো লাগলে কমেন্ট করবেন আর কেমন লাগলো সেটিও বলবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *